বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ। চলো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা জেনে নেই বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের ৫টি নিয়ম।
বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম।
উত্তরঃ বানান ব্যাকরণের একটি বিবর্তনশীল অধ্যায়। নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা বানান আজকের পর্যায়ে এসেছে। বানানের এই পরিবর্তনের ধারায় বাংলা একাডেমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিচে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি প্রধান নিয়ম নিচে উল্লেখ করা হলোঃ
ক. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- কর্ম, ধর্ম, কার্য, মূর্ছা, সূর্য, কার্তিক ইত্যাদি।
খ. ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম. স্থলে অনুস্বার লিখতে হবে। যেমন- অহংকার, ভয়ংকর, সংঘ,সংগীত, সংগঠন ইত্যাদি।
গ. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে। যেমন- হস্তী,পক্ষী, মস্তক, মৃত্তিকা, ধারত্রী ইত্যাদি।
ঘ. শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন- কার্যত,মূলত, ক্রমশ, বস্তুত, সাধারণত ইত্যাদি।
ঙ. আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ও-কার যুক্ত করতে হবে। যেমন- বলানো, করানো, পাঠানো, শোয়ানো, নামানো ইত্যাদি।
উত্তরঃ বানান ব্যাকরণের একটি বিবর্তনশীল অধ্যায়। নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা বানান আজকের পর্যায়ে এসেছে। বানানের এই পরিবর্তনের ধারায় বাংলা একাডেমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নিচে বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের পাঁচটি প্রধান নিয়ম নিচে উল্লেখ করা হলোঃ
ক. রেফ এর পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। যেমন- কর্ম, ধর্ম, কার্য, মূর্ছা, সূর্য, কার্তিক ইত্যাদি।
খ. ক, খ, গ, ঘ পরে থাকলে পদের অন্তস্থিত ম. স্থলে অনুস্বার লিখতে হবে। যেমন- অহংকার, ভয়ংকর, সংঘ,সংগীত, সংগঠন ইত্যাদি।
গ. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম বা অবিকৃত সংস্কৃত শব্দের বানান অপরিবর্তিত থাকবে। যেমন- হস্তী,পক্ষী, মস্তক, মৃত্তিকা, ধারত্রী ইত্যাদি।
ঘ. শব্দের শেষে বিসর্গ থাকবে না। যেমন- কার্যত,মূলত, ক্রমশ, বস্তুত, সাধারণত ইত্যাদি।
ঙ. আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ও-কার যুক্ত করতে হবে। যেমন- বলানো, করানো, পাঠানো, শোয়ানো, নামানো ইত্যাদি।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url