...আমাদের ওয়েবসাইটে আপনাকে স্বাগতম___ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ...

বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম

 আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ। চলো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা জেনে নেই বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম।

বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম।
উত্তরঃ বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলোঃ
ক. যেসব তৎসম শব্দে ই, ঈ-কার উভয়ই শুদ্ধ শুধু সেসব শব্দে ই-কার হবে। যেমন- চুল্লি, তরণি, পদবি, নাড়ি, মমি, ভঙ্গি ইত্যাদি।
খ. সকল অতৎসম শব্দে ই-কার ব্যবহৃত হবে। যেমন- খুশি, পাখি, শাড়ি ইত্যাদি।
গ. বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। যেমন- বর্ণালি, গীতালি, সোনালি, রুপালি ইত্যাদি।
ঘ. ভাষা ও জাতিবাচক নামে ই-কার বসবে। যেমন- ইরানি, জাপানি, ইংরেজি, বাঙালি ইত্যাদি।
ঙ. পদাশ্রিত নির্দেশক হলে ই-কার বসবে। যেমন- ছেলেটি, বইটি, কলমটি, মেয়েটি ইত্যাদি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url