বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজ আমাদের আলোচ্য বিষয় হলো বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম উদাহরণসহ। চলো শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা জেনে নেই বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম।
বাংলা বানানে 'ই'-কার ব্যবহারের পাঁচটি নিয়ম।
উত্তরঃ বাংলা বানানে ই-কার ব্যবহারের পাঁচটি নিয়ম নিচে দেওয়া হলোঃ
ক. যেসব তৎসম শব্দে ই, ঈ-কার উভয়ই শুদ্ধ শুধু সেসব শব্দে ই-কার হবে। যেমন- চুল্লি, তরণি, পদবি, নাড়ি, মমি, ভঙ্গি ইত্যাদি।
খ. সকল অতৎসম শব্দে ই-কার ব্যবহৃত হবে। যেমন- খুশি, পাখি, শাড়ি ইত্যাদি।
গ. বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। যেমন- বর্ণালি, গীতালি, সোনালি, রুপালি ইত্যাদি।
ঘ. ভাষা ও জাতিবাচক নামে ই-কার বসবে। যেমন- ইরানি, জাপানি, ইংরেজি, বাঙালি ইত্যাদি।
ঙ. পদাশ্রিত নির্দেশক হলে ই-কার বসবে। যেমন- ছেলেটি, বইটি, কলমটি, মেয়েটি ইত্যাদি।
নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url